১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানের বিএনপিতে যোগদান

শেয়ার করুন

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।

ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের এ যোগদান নারায়ণগঞ্জ বিএনপির হাতকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।

যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জের একজন বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক। তিনি বিএনপিতে যোগদান করছেন। বিএনপির পক্ষ থেকে উনাকে স্বাগত জানাই। জাতীয়তাবাদী দল বিএনপি অনেক চড়াই-উতরাই পেরিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করে অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অনেক কীর্তিমান সন্তানদের বিসর্জন দিয়েছে দল ও দেশের জন্য। সেই দলের জন্য মানুষের আগ্রহ ও আকাঙ্ক্ষা, এত জুলম নির্যাতনের পরেও দলটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই দলে যোগদানকারী মাসুদুজ্জামান মাসুদের সফলতা কামনা করি।

রিজভী বলেন, বিএনপি সারা দেশে একটি শক্তিশালী দল হিসেবেই নেতৃত্ব দিচ্ছে। বিএনপিকে শেষ করতে শেখ হাসিনা পারেনি। এখন যারা ভেতরে থেকে চেষ্টা করছে তারাও পারবে না। কারণ মাসুদুজ্জামানদের মতো সমাজসেবক, পরিচিত মানুষরা বিএনপিতে যোগদান করছেন।

 

শেয়ার করুন