১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ ট্রাভেল এজেন্ট নিয়ে মালদ্বীপে ইউএস-বাংলার সম্মেলন

শেয়ার করুন

দেশের ৩ শতাধিক ট্রাভেল এজেন্ট নিয়ে ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ ২০২৫’ নামে সামিট করল দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। ১৯-২১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে ট্রাভেল এজেন্টদের এই মেলা হয়।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাভেল এজেন্টদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশের একমাত্র বেসরকারি এয়ারলাইন্সটি।

১৯ সেপ্টেম্বর দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে অতিথিদের নিয়ে ঢাকা থেকে থেকে মালদ্বীপের রাজধানী মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আয়োজনের দ্বিতীয় দিনে সাই লেগুন কনভেনশন হলে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এজেন্টগুলোর পারফরমেন্সের ভিত্তিতে ৪০টি ট্রাভেল এজেন্টকে পুরস্কৃত করা হয় এবং কাজের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অধিকার করে হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, দ্বিতীয় শেয়ার ট্রিপ লিমিটেড এবং তৃতীয় গোযায়ান লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল- মামুন, ট্রাভেল বিষয়ক পত্রিকা দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস-বাংলার হেড অব সেলস এন্ড মার্কেটিং শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম।

শেয়ার করুন