১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি প্রবাসীর বিপুল টাকার মালামাল আত্মসাৎ, জামাই-শ্বশুর গ্রেপ্তার

শেয়ার করুন

বিদেশে থাকা প্রবাসীরা কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য টাকাপয়সা ও স্বর্ণালংকার পাঠান। সেই ভরসাকে পুঁজি করে প্রতারণার শিকার হতে হচ্ছে অনেকে। এবার সৌদি আরব প্রবাসী বেলাল হোসেনের ১৯ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতক্ষীরার কালিগঞ্জে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা স্থানীয়ভাবে চোরাচালানি চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে মামলার প্রধান আসামি আল মামুন এখনো পলাতক।

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের প্রবাসী বেলাল হোসেন সৌদি আরবের রিয়াদে কাজ করেন। সেখানে একই মালিকের প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে আল মামুন নামে এক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।

বেলাল হোসেন জানান, দেশে ফেরার আগে মামুন তাকে বলেন- চাইলে তিনি পরিবারের কাছে জিনিসপত্র পাঠিয়ে দিতে পারেন। এ সুযোগে বেলাল ১৬ লাখ টাকার স্বর্ণালংকার (১০৮ গ্রাম ওজনের পাঁচটি চুরি, একটি নেকলেস ও একটি আংটি) ও প্রায় তিন লাখ টাকার কসমেটিকস, কাপড় ও লাগেজ মামুনের হাতে তুলে দেন।

মামুন ৩১ আগস্ট দেশে ফিরলেও মালামাল আর পৌঁছায়নি। ১ সেপ্টেম্বর বেলাল পরিবারে খোঁজ নিলে জানতে পারেন, কিছুই পাঠানো হয়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করলে মামুনের ফোন বন্ধ পাওয়া যায়।

এরপর দেশে ফিরে তিনি সরাসরি মামুনের বাড়ি গেলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে মামুন কৌশলে সরে যান। কিন্তু ঘটনাস্থলে থাকা ছিদ্দিক ও তার জামাতা মিঠু তাকে ভয়ভীতি দেখিয়ে চলে যেতে বলেন।

প্রবাসী বেলাল হোসেন বাদী হয়ে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। প্রধান আসামি ও চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন