
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে-বেনামে আরও পাঁচ দেশে সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন । ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র উদ্ধার করেছে দুদকের নেতৃত্বাধীন টাস্কফোর্স। ইতোপূর্বে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পাওয়া গিয়েছিল।
রোববার ,২১ সেপ্টেম্বর দুদকের জনসংযোগ (উপপরিচালক) কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার রাত ৪টা ১৫ মিনিটে (২১ সেপ্টেম্বর ভোরে) চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ৩নং শিকলবাহা ইউনিয়নের ওসমান তালুকদারের বাড়ি থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, পুলিশ ও অন্য সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত উদ্ধার করা হয়।
১৬ সেপ্টেম্বর কালুরঘাটে অবস্থিত আরামিট গ্রুপের একটি শিল্পপ্রতিষ্ঠান থেকে গোপনে ডকুমেন্টগুলো সরিয়ে নেওয়া হয়। ইউসিবিএল চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদার প্রথমে সেগুলো নিজের বাড়িতে রাখলেও পরে ১৮ সেপ্টেম্বর অভিযানের আগে পাশের ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন।
উদ্ধার হওয়া আলামত প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, আগেই চিহ্নিত ৪টি দেশ (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুর) মিলিয়ে ৫৮২টি সম্পদের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায়ও সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া দেশে-বিদেশে ক্রয় করা বাড়ির মালিকানা, ভাড়ার আয়, রক্ষণাবেক্ষণ খরচসহ বিভিন্ন তথ্য ও কাগজপত্র এবং সাইফুজ্জামান চৌধুরীর মাধ্যমে বিদেশে অর্থ পাচার ও মানি লন্ডারিংয়ের প্রমাণও ওই ডকুমেন্টগুলোতে রয়েছে।