১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন: শান্তিপূর্ণ ভোট আয়োজনের প্রস্তুতি

শেয়ার করুন

সানজিদা খানম ঊর্মি গবি সংবাদদাতা: দীর্ঘ সাত বছর পর আসছে ২৫ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সভা করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে উপাচার্যের কক্ষে অনুষ্ঠিত এই সভায় কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির সদস্যসহ পুলিশ, এনএসআই ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকে নির্বিঘ্ন ও স্বচ্ছ করতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে— ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, ভোটদানে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা এবং ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ।

নির্বাচন কমিশন ইতোমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন