১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৬১৭

শেয়ার করুন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২১ জন আসামি গ্রেপ্তার হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫৯৬ জন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৯৬ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৬১৭ জনকে।

অভিযানিক কার্যক্রমে এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

শেয়ার করুন