১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য থাকছে বিশেষ বাসের ব্যবস্থা

শেয়ার করুন

রাবিপ্রবি প্রতিনিধিঃ গুচ্ছ ভর্তি পরিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রশাসন।

আগামীকাল ২৫ এপ্রিল (শুক্রবার) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত সহজতর করতে এ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাবিপ্রবি প্রশাসন।

মঙ্গলবার (২২ এপ্রিল) যানবাহন উপ কমিটির আহবায়ক ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহনা বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ৯.৩০ মিনিটে পরিক্ষার্থীদের জন্য তিনটি বাস শহরের ভেদভেদি মোড়, বনরুপা বাজার ও প্রেসক্লাব মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

পরীক্ষার পর দুপুর ১২:১৫ মিনিটে সবগুলো বাস ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

শেয়ার করুন