১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্রসহ ৯ ফিলিস্তিনি নিহত

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন। এই হামলায় আরও ৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে মাত্র এক সপ্তাহে ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, ইসরায়েলি বাহিনী তাঁবু ও চ্যারিটি কিচেনে হামলা চালিয়েছে, যেখানে অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার হতাহতের সংখ্যা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫০,১৮৩ জন নিহত এবং ১,১৩,৮২৮ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই তারা এই পরিসংখ্যান দিয়েছে।

জাতিসংঘের কর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা

জাতিসংঘ জানিয়েছে, গাজার ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের এক-তৃতীয়াংশ কর্মীকে সরিয়ে নেওয়া হবে। সংস্থাটি বলছে, বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

শেয়ার করুন