১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

শেয়ার করুন

দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর হিসেবে পরিচিত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার বিপিএলের পর ঘরোয়া প্রতিযোগিতার মধ্যে কেবল ডিপিএলেই অংশ নেন, যা ক্রিকেটার ও ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।

আসন্ন ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার আগে, আজ (শনিবার) ও আগামীকাল ক্রিকেটারদের দলবদল কার্যক্রম চলবে। তাই দল গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছে অংশগ্রহণকারী ক্লাবগুলো।

লিজেন্ডস অব রূপগঞ্জ ইতোমধ্যে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। সবশেষ আজ, শনিবার, অনলাইনের মাধ্যমে সাকিব আল হাসানকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। সাকিবও দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ছবি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন