১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল করল শিবির

শেয়ার করুন

শহীদ দিবসে ভাষা শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল আয়োজন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাদের কবর জিয়ারত করা হয়।

এক শিক্ষার্থী বলেন, “দোয়া মৃত ব্যক্তিদের জন্য সর্বোত্তম উপহার। এর মাধ্যমে আমরা ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ করেছি এবং তাদের আত্মার শান্তি কামনা করেছি।”

এ ধরনের আয়োজন ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

 

শেয়ার করুন