
ওমানে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ওমানের বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিমের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা।
এরপর বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, জাতীয়তাবাদী দল বিএনপি, বন্ধু সমাজ, বাংলাদেশ স্কুল মাস্কাট, চট্টগ্রাম সমিতি ওমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা ও প্রবাসী বাংলাদেশিরা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
দূতাবাসের হলরুমে আয়োজিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এরপর দিবসের গুরুত্ব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।