১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সৌরভের বায়োপিক চরিত্রে রাজকুমার রাও

শেয়ার করুন

 

সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে ক্রীড়া ও সিনেপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। অনেক দিন ধরেই এই বায়োপিকে সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে চলছিল নানা জল্পনা। আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর ও রাজকুমার রাওসহ একাধিক অভিনেতার নাম শোনা গেলেও সাম্প্রতিক আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে রাজকুমার রাওয়ের নাম।

এই বিষয়ে এবার মুখ খুললেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি যা শুনেছি, রাজকুমার রাও এই চরিত্রে অভিনয় করবেন। তবে শিডিউল জটিলতার কারণে ছবিটি তৈরি হতে আরও প্রায় এক বছর সময় লাগবে।”

তবে সৌরভ নিজে কাকে এই চরিত্রে দেখতে চেয়েছিলেন? উত্তরে তিনি বলেন, “আমি রাজকুমার রাওকে ভীষণ পছন্দ করি।”

এদিকে, সৌরভের স্ত্রী ডোনার চরিত্রে কে অভিনয় করবেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটি বেশ কঠিন চরিত্র। অনেক অপশন আছে, তবে এখনো চূড়ান্ত হয়নি।”

বায়োপিকটি কবে মুক্তি পাবে এবং পরিচালকসহ অন্যান্য বিষয়গুলো কবে নিশ্চিত হবে, সেটাই এখন দেখার বিষয়!

 

শেয়ার করুন