১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট আমলে বারবার শুনতাম খেলা হবে, সেই খেলা আর দেখতে চাই না

শেয়ার করুন

 

জামায়াত আমির ডা. শফিকুর রহমান: “আমি স্বেচ্ছায় জেলে যেতে চাই”

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা ফ্যাসিস্ট আমলে বারবার শুনতাম— খেলা হবে। সেই খেলা আর দেখতে চাই না।”

তিনি অভিযোগ করেন, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে আওয়ামী লীগ সরকার মিথ্যা অপবাদ দিয়ে সাজা দিয়েছে। “পটপরিবর্তনের সপ্তম মাসেও কেন তিনি জেলে থাকবেন?”— এই প্রশ্ন তুলে তিনি বলেন, “আমি নিজেও এর প্রতিবাদে স্বেচ্ছায় জেলে যেতে চাই। সরকার যেন আমাকে গ্রেপ্তারের ব্যবস্থা করে।”

তিনি আরও বলেন, “লাখো কর্মী আমার সঙ্গে জেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে আমি চাই, আমার সহকর্মীরা বাইরে থেকে দেশের অবস্থা পরিবর্তনে কাজ করুক।”

সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুস সবুর ফকির, ড. শফিকুল ইসলাম মাসুদ, ড. হেলাল উদ্দিন, মো. দেলাওয়ার হোসেন, শহীদুল ইসলামসহ অন্যান্য নেতারা।

সংক্ষেপ:

জামায়াত আমির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কথা বলেছেন।

তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান।

আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন।

কর্মীদের বাইরে থেকে রাজনৈতিক পরিবর্তনে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন