১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিন বিক্রির জন্য নয় : মাহমুদ আব্বাস

শেয়ার করুন

ফিলিস্তিনের ভূখণ্ড থেকে জনগণকে বাস্তুচ্যুত করার যেকোনো পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয় এবং গাজা, পশ্চিম তীর বা জেরুজালেমের কোনো অংশই পরিত্যাগ করা হবে না।

বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) রামাল্লায় ফাতাহর কেন্দ্রীয় কমিটির সভার উদ্বোধনী ভাষণে মাহমুদ আব্বাস এই বক্তব্য দেন।

সম্প্রতি আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনের দৃঢ় অবস্থান আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি সংকটের রাজনৈতিক সমাধানের ভিত্তি হবে আন্তর্জাতিক আইন ও আরব শান্তি উদ্যোগ। উল্লেখ্য, ২০০২ সালে বৈরুতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে গৃহীত আরব শান্তি উদ্যোগে ১৯৬৭ সালের সীমানার মধ্যে একটি স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছিল।

এদিকে, ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতি পরিকল্পনার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের অবস্থানকে স্বাগত জানিয়েছেন মাহমুদ আব্বাস। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাতে আমিরাতের প্রেসিডেন্টও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন