
নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার শক্তিমত্তা টের পেল বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অজি নারীদের কাছে ১০ উইকেটে উড়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানকে হারানোর পর যা টাইগ্রেসদের টানা চতুর্থ হার। এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হারে বাংলাদেশ।
বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করে টাইগ্রেসরা। হাফ সেঞ্চুরি করেন সোবহানা মোস্তারি। এই রানকে মামুলি বানিয়ে ১৫১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ৭৭ বলে ২০টি চারের সাহায্যে ১১৩ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। আরেক পাশে ৭২ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন ফোবে লিচফিল্ড। বাংলাদেশের সব বোলারই এদিন ওভারপ্রতি ছয় কিংবা তার বেশি হারে রান খরচ করেছেন।
এর আগে, বিশাখাপত্তনমে বাংলাদেশের হয়ে শুরুটা দারুণ করেন দুই ওপেনার ফারজানা হক ও রুবায়া হায়দার ঝিলিক। তবে নিজেকে গুটিয়ে নিয়েও টিকতে পারেননি ফারজানা। ২৪ বলে ৮ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
ফারজানা আউট হলেও দারুণ ব্যাটিং করেন ঝিলিক। দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে। তবে দলীয় ৭৩ রানে ঝিলিক ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। ৫৯ বলে ৮টি চারের সাহায্যে ৪৪ রান করেন এই ওপেনার। দলের সঙ্গে আর ১১ রান যোগ হতে ফেরেন সুপ্তাও (৩৩ বলে ১৯)। সেট হয়েছিলেন অধিনায়ক জ্যোতিও। তবে ৩৫ বলে ১২ রানের ধীরগতির ইনিংস খেলে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। দলীয় ১০৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন অধিনায়ক।
জ্যোতির আউটের পর শুরু হয় সোবহানা মোস্তারির লেজ নিয়ে লড়াই। পাঁচে নামা এই ব্যাটার কাউকে নিজের পাশে পাননি। পরের ছয় ব্যাটারের কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। তাতে দুই শ পার করা হয়নি বাংলাদেশেরও। শেষ পর্যন্ত উইকেটে থেকে ৮০ বলে ৬৬ রান করেন মোস্তারি। ইনিংসে ৯টি চার হাঁকান তিনি। তাতে দুই শ ছোঁয়া সংগ্রহ পায় বাংলাদেশ।