
বাংলাদেশে অবস্থিত সহযোগী প্রতিষ্ঠানের সেবা মূল্য পরিশোধের নতুন নির্দেশনা
বাংলাদেশে কার্যরত বিদেশি সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠানগুলোর সেবা মূল্য বিদেশি মূল (প্যারেন্ট) কোম্পানিতে পরিশোধ সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, এসব প্রতিষ্ঠান এক হিসাব বছরে নিট মুনাফার সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত অর্থ বিদেশে পাঠাতে পারবে। তবে, এ সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট বিদেশি কোম্পানিকে ওই সহযোগী প্রতিষ্ঠানের ৫০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে হবে।
নতুন নির্দেশনার মূল বিষয়সমূহ:
বিদেশি মালিকানাধীন স্থানীয় সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলো তাদের মূল বা গ্রুপ কোম্পানি থেকে সেবা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে অর্থ পরিশোধ করতে পারবে।
কেবলমাত্র স্থানীয়ভাবে না পাওয়া সেবার জন্যই এ অর্থ পরিশোধ করা যাবে।
বিদেশে পাঠানো অর্থের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক হিসাব বছরের নিট মুনাফার ১০ শতাংশের বেশি হতে পারবে না।
নির্ধারিত ১০ শতাংশ সীমার বেশি অর্থ পরিশোধের প্রয়োজন হলে খসড়া চুক্তি ও অন্যান্য প্রয়োজনীয় নথিসহ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
হিসাব বছরের মধ্যেও সম্ভাব্য মুনাফার ভিত্তিতে অডিটর প্রত্যয়ন সাপেক্ষে সেবা মূল্য পরিশোধ করা যাবে।
কোনো পরিষেবা বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয়, তবে সেটি এই সার্কুলারের আওতায় পড়বে না।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে দেশে কার্যরত বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো তাদের প্যারেন্ট বা গ্রুপ কোম্পানি থেকে সেবা গ্রহণের পর এর মূল্য সহজে পরিশোধ করতে পারবে, যা ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ করবে।