১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শেয়ার করুন

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একাডেমিক ভবন–৩ এর চতুর্থ তলায় ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (MIS) বিভাগের সেমিনার কক্ষে এ আয়োজন হয়।

মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে একশ’রও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন এবং সমতা ও মানবাধিকারকর্মী শীপা হাফিজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান এবং সঞ্চালনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সহিবুর রহমান বলেন, “আজকের এই অনুষ্ঠানে অতিথি সারিতে আমার শ্রদ্ধেয় শিক্ষকেরা উপস্থিত রয়েছেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের। আমার শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবে বলে আশা রাখি।”

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জেন্ডার, ধর্ম, বর্ণ বা জাতি কোনো প্রকার বৈষম্য বা বিদ্বেষ তৈরি করা যাবে না। শিক্ষার্থীদের দক্ষতা ও সংবেদনশীলতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।”

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “দেশে সাংবাদিকের সংখ্যা বাড়ছে, কিন্তু মানসম্মত সাংবাদিকের সংখ্যা তুলনামূলক কম। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, এই সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরবে।”

সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, “এ ধরনের উদ্যোগের জন্য এমআরডিআইকে ধন্যবাদ জানাই। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় শহরের মতো সুযোগ না পেলেও, এই আয়োজন তাদের জন্য বড় একটি প্রাপ্তি। আশা করি, ভবিষ্যতেও এমআরডিআইয়ের সঙ্গে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

সেমিনারের কর্মসূচিতে ছিল স্বাগত বক্তব্য, বিশেষ ও প্রধান অতিথির বক্তব্য, ‘সংবাদমাধ্যমে জেন্ডার-বিষয়ক অঙ্গীকার সনদ’ উপস্থাপন, প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, মানবাধিকারকর্মী শীপা হাফিজা এবং এমসিজে বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানের সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে।

রাকিবুল হাসান মুন্না
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

সিএনআই/২৫

শেয়ার করুন