১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আমলাতন্ত্র চলবে না, প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও: ফখরুল

শেয়ার করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকদের ন্যায্য দাবি ও সার সংকটের সমাধান না হলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে জেলা প্রশাসক (ডিসি) অফিস ঘেরাও করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, “আমলাতন্ত্র চলবে না, জনগণের স্বার্থে আমরা মাঠে নামব।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বর্তমান সরকার প্রশাসনের শক্তি ব্যবহার করে জনগণের কণ্ঠ রোধ করছে। তিনি বলেন, “সরকার কৃষকদের প্রতি উদাসীন। সার, কীটনাশক ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকরা যখন প্রতিবাদ করছেন, তখন তাদের হয়রানি করা হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। প্রয়োজনে মাঠে নামতে হবে।”

ফখরুল বলেন, “আমরা এমন এক দেশে বাস করছি, যেখানে ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। আওয়ামী লীগ গুলি করে হত্যা করে, ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রেখেছে। তারা তিনটি নির্বাচন করেছে, কিন্তু কোনো নির্বাচনেই জনগণের ভোট দিতে দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “আমরা ১৫ বছর ধরে একটা অধিকার ফিরে পেতে লড়াই করছি—সেটা হলো ভোটাধিকার। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেটি যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেটাই আমাদের প্রধান দাবি। জনগণ ভোট দিতে চায়, নিজের প্রতিনিধি বেছে নিতে চায়। আওয়ামী লীগ ভয় পাচ্ছে, কারণ তারা জানে—জনগণ আর তাদের ভোট দেবে না।”

বিএনপি মহাসচিব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “পিআর নিয়ে বিতর্ক না করে আসুন, আমরা সবাই নির্বাচনের ময়দানে নামি। জনগণই সিদ্ধান্ত নিক কে ক্ষমতায় থাকবে। আমরা চাই একটি গণতান্ত্রিক সরকার, যেখানে জনগণের কণ্ঠ শোনা হবে।”

শিক্ষকদের চলমান আন্দোলন নিয়েও তিনি কথা বলেন। তিনি বলেন, “শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে আছেন। সরকার তাদের দাবির প্রতি উদাসীন। বিএনপি ক্ষমতায় এলে পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে, যাতে শিক্ষকরা সম্মান ও নিরাপত্তা পান।”

সভায় উপস্থিত ছিলেন বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

ফখরুল বলেন, “এই সরকার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জনগণকে ভয় দেখাতে চায়। কিন্তু মানুষ এখন জেগে উঠেছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব। প্রশাসন নয়, জনগণই হবে এই দেশের মালিক।”

তিনি আরও যোগ করেন, “এই সরকার বারবার বলে তারা উন্নয়ন করেছে। কিন্তু বাস্তবে দেশের মানুষ আজ হতাশায় ভুগছে, কৃষক সার পাচ্ছে না, শিক্ষক ভাতা পাচ্ছে না, তরুণেরা চাকরি পাচ্ছে না। এই অবস্থা আর চলতে পারে না।”

মতবিনিময় সভার শেষে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করব নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নয়তো এই দেশ অচল হয়ে যাবে।”

সিএনআই/২৫

শেয়ার করুন