১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রস্তুতি এখনই, নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ

শেয়ার করুন

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এখন থেকেই জেলা প্রশাসকদের (ডিসি) নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিসিদের উদ্দেশে তিনি বলেন, “আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যত ক্ষমতা আছে। আপনারাও আপনাদের ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবেন। ওপর থেকে কোনো চাপ এলে সেটি আমরা মোকাবিলা করব, আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না।”

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী উদ্যানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে এ কথা জানান সিইসি।

তিনি আরও বলেন, “আপনারা যেখানে যাবেন, বিভিন্ন সভা-সমাবেশে নির্বাচন প্রসঙ্গে সচেতনতামূলক বক্তব্য রাখবেন। কারণ, জনগণ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। ভোটের অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরি হলে তা ইতিবাচক প্রভাব ফেলবে।”

ডিসিদের নির্বাচন কমিশনের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের লক্ষ্য। অতীতে নানা চাপের কারণে প্রশাসন ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করতে পারেনি। এবার আমরা চাই, সবাই আইন অনুযায়ী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুক।”

 

শেয়ার করুন