
গ্রিসে বাংলাদেশের পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে দুদিনব্যাপী আয়োজনে, যা অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ ফেব্রুয়ারি। এ উৎসবে বিভিন্ন দেশের অংশগ্রহণের পাশাপাশি গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ‘বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন’ এর শিল্পীরা বর্ণাঢ্য পরিবেশনার মাধ্যমে বাংলা নববর্ষকে তুলে ধরেন।
বিশেষ এই সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করা হয়। দোয়েল সংগঠনের শিল্পী নুসরাত জাহান স্নেহাসহ আরও কয়েকজন দেশীয় গান, বাঁশির সুর ও নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।
প্রবাসের মাটিতে এমন আন্তর্জাতিক উৎসবে নিজ দেশের সাংস্কৃতিক উপস্থাপনা দেখতে পেয়ে আনন্দিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় সংগীত ও ঐতিহ্যবাহী পরিবেশনায় তারা মেতে ওঠেন উৎসবের আমেজে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা, দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম এবং দোয়েল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দুই দিনব্যাপী এ উৎসবে অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে, যা আয়োজনটিকে আন্তর্জাতিক মাত্রা দেয়।