১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বরখাস্ত

শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও তাদের বরখাস্তের সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারি নেওয়া হয়েছিল, তবে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন—ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকার এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ড. অনীক কৃষ্ণ কর্মকারকে ৬ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ তদন্তে গঠিত যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পূর্বে গৃহীত সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট, ১৯৭৩-এর ৫৫(৩) ধারার আওতায় তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে পৃথক পৃথক ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে, যা চার্জ গঠন এবং চূড়ান্ত শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

 

শেয়ার করুন