১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেশকে যা রক্ষা করে, তা অবৈধ নয় : ট্রাম্প

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রকে ‘পুনরায় মহান রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে’ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ ও আইনি লড়াই

গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর থেকেই একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কিছু আদেশ ইতোমধ্যেই আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং বিচারকরা কয়েকটি আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্তে অনড় রয়েছেন এবং এসব মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ঊনবিংশ শতকের ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের একটি উক্তি উদ্ধৃত করে লিখেছেন, “যিনি দেশকে রক্ষা করেন, তিনি কখনও আইন বহির্ভূত কোনো কাজ করতে পারেন না।”

ট্রাম্পের এই মন্তব্যের পর তাৎক্ষণিকভাবে সমালোচনার ঝড় ওঠে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর এবং ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যাডাম স্কিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটা স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রকাশ।”

প্রসঙ্গত, ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশগুলোর মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সরকারি সংস্থা ও দপ্তরে অর্থ বরাদ্দ স্থগিত, এবং অর্থ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক ছাঁটাইয়ের মতো গুরুত্বপূর্ণ আদেশ অন্তর্ভুক্ত রয়েছে।

এসব আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একাধিক আদালতে মামলা করা হলে, বিচারকরা সাময়িকভাবে সেগুলোর কার্যকারিতা স্থগিত করেন। তবে ট্রাম্প এখনও আদালতের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

এদিকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করে এক্সে লিখেছেন, “দেশের নির্বাহী প্রধানের ক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, যা অনুচিত।”

 

শেয়ার করুন