১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কারো ধমক শুনবেন না : ডিসিদের প্রধান উপদেষ্টা

শেয়ার করুন

জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কোনো ধরনের রক্তচক্ষু বা ধমকের কারণে কাজ করার প্রয়োজন নেই। কোনো ধরনের চাপ বা ভয় না পেয়ে ন্যায়সঙ্গতভাবে দায়িত্ব পালন করতে হবে

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের আইন মেনে এবং জনস্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, তা নির্ভয়ে গ্রহণ করতে হবে। জেলা প্রশাসকদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেন।

তিনি আরও বলেন, আইন প্রণয়ন করলেও সেটি তৃণমূল পর্যন্ত পৌঁছায়নি। অথচ আমরা কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এই দূরত্ব দূর করতে হবে। অযথা জনগণ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সরকার মানেই জনগণের হয়রানি নয়; বরং জনগণের অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।

 

শেয়ার করুন