
আজ, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন। ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ হেদায়েতের বয়ান প্রদান করবেন, যার বাংলা অনুবাদ করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। বয়ান শেষে, দুপুর ১২টার দিকে, মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানিয়েছেন, আখেরি মোনাজাতের দিন টঙ্গীর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সকল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। তিনি আরও উল্লেখ করেছেন, রাস্তায় কোনো মানুষ বসবে না বা দাঁড়াবে না, যাতে যানজট মুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি থেকে সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়। এর আগে, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত জুবায়ের অনুসারীদের প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয়।