
ভারতের রাজধানী নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৫ জন নারী ও শিশু। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। শনিবার রাতে নির্ধারিত দুটি ট্রেন বিলম্বিত হওয়ায় প্ল্যাটফর্ম ১৩ ও ১৪-তে অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়, যা এই মর্মান্তিক ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
দিল্লির এলএনজেপি হাসপাতালের চিফ ক্যাজুয়ালটি মেডিকেল অফিসার প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ১০ জন নারী, তিন শিশু ও দুজন পুরুষ নিহত হয়েছেন। লেডি হার্ডিং হাসপাতালে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতীয় রেলওয়ে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুতর আহতদের জন্য আড়াই লাখ রুপি এবং সামান্য আহতদের জন্য ১ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। তবে উত্তর রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা পদপিষ্টের ঘটনা অস্বীকার করে গুজবকে দায়ী করেছেন। রেলওয়ে পুলিশ ও দিল্লি পুলিশের দল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কুম্ভমেলার সময় অতিরিক্ত ভিড়ের কারণে পূর্বেও এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাই এ সময়ে বিশেষ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।