১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মেসি-সুয়ারেজের নিষ্প্রভ দিনে জয়বঞ্চিত ইন্টার মায়ামি

শেয়ার করুন

মেসি-সুয়ারেজের নিষ্প্রভ দিনে জয়বঞ্চিত ইন্টার মায়ামি

এখনও শুরু হয়নি আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম। প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে জয়বঞ্চিত থাকতে হলো লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ইন্টার মায়ামিকে। আক্রমণভাগের দুই তারকাই নিষ্প্রভ ছিলেন, আর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি উরুগুইয়ান ফরোয়ার্ড। ফলে ওরল্যান্ডো সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

প্রাক-মৌসুমে এর আগে টানা চারটি ম্যাচ জিতেছিল ফ্লোরিডার ক্লাবটি। তবে শেষ প্রস্তুতি ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। দুইবার লিড নেয় ওরল্যান্ডো, কিন্তু শেষ মুহূর্তে গোল করে ড্র নিশ্চিত করে মায়ামি। দলের হয়ে গোল করেন তাদেও আলেন্দে ও ফাকা ফিকোল্ট, আর ওরল্যান্ডোর পক্ষে স্কোরশিটে নাম লেখান মার্টিন ওজেদা ও রামিরো এনরিক।

ম্যাচে স্বভাবসুলভ ছন্দে দেখা যায়নি মেসিকে। দুইবার ফ্রি-কিক নেওয়ার সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন আর্জেন্টাইন মহাতারকা। অন্যদিকে, সুয়ারেজ একবার জাল কাঁপালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। এরপর আরও দুটি ভালো সুযোগ নষ্ট করেন তিনি। নতুন মৌসুমের জন্য উরুগুইয়ান তারকার সঙ্গে আরও এক বছরের চুক্তি করেছে ইন্টার মায়ামি।

ম্যাচের ১৫ মিনিটে কাউন্টার-অ্যাটাকে প্রথম গোলটি করে ওরল্যান্ডোকে এগিয়ে নেন মার্টিন ওজেদা। তবে মাত্র ৭ মিনিট পরই মায়ামিকে সমতায় ফেরান তাদেও আলেন্দে, সুয়ারেজের সহায়তায় তিনি বারের কোণা দিয়ে বল জালে পাঠান। প্রথমার্ধে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ওরল্যান্ডো, তবে গোলরক্ষক অস্কার উস্তারি দারুণ সেভ করে দলকে রক্ষা করেন।

বিরতির পর ৫৪ মিনিটে ফের লিড নেয় ওরল্যান্ডো। নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেছিল তারা, তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডিফেন্ডারের ভুলে সহজ সুযোগ পান রামিরো এনরিক, যা থেকে গোল করে ম্যাচ ড্র করেন তিনি।

আগামী মঙ্গলবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামির মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ, যেখানে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং কেসি।

 

শেয়ার করুন