
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে কর্মচারী ও আউটসোর্সিং কর্মীদের দ্বারা চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে পরিচালক ও যুগ্ম পরিচালকের পদত্যাগের দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজের পক্ষ থেকে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। চিকিৎসকদের দাবি, পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলমের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।
ঘটনার পটভূমি
সকালে নিউরোসায়েন্সেস হাসপাতালে স্বাচিপপন্থি চিকিৎসকদের পুনর্বহালের প্রতিবাদে চিকিৎসকরা অবস্থান কর্মসূচি পালন করেন।
অভিযোগ রয়েছে, এ সময় হাসপাতালের কর্মচারীরা তাদের ওপর হামলা চালায়।
হামলায় কয়েকজন সিনিয়র চিকিৎসক আহত হয়েছেন এবং কয়েকজনকে একটি কক্ষে আটকে রাখা হয়।
চিকিৎসকরা অভিযোগ করেছেন, হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদের নির্দেশেই এই হামলা হয়েছে।
চিকিৎসকদের অভিযোগ ও দাবি
পরিচালক ও যুগ্ম পরিচালককে দলীয়ভাবে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে অপসারণ করতে হবে।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক প্রভাব রাখা যাবে না।
হাসপাতালের কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে জানতে অধ্যাপক কাজী দীন মোহাম্মদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।