
দেশে তামাকের ব্যবহার হ্রাস ও আগামী প্রজন্মকে এর ক্ষতি থেকে রক্ষা করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক কর বৃদ্ধি এবং প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস ও তামাক কর বৃদ্ধির দাবিতে ছাত্র-তরুণ সমাবেশ’ অনুষ্ঠানে তারা এ দাবি জানান।
তামাকজনিত ক্ষতি ও কর বৃদ্ধির প্রয়োজনীয়তা
দেশের ৪৮% জনসংখ্যা তরুণ এবং এর মধ্যে ৯.২% তরুণ তামাক সেবন করে।
তামাক কোম্পানির অপপ্রচারে কিশোর-তরুণরা প্রতারিত হচ্ছে এবং বিক্রয়কেন্দ্রে পণ্য প্রদর্শনীর মাধ্যমে গোপনে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
তামাকপণ্যের দাম বাড়েনি সেই হারে, যেভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে।
বাংলাদেশে তামাক কর বৃদ্ধির হার পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক কম।
তামাকের দাম বাড়লে ধূমপায়ীরা সস্তা সিগারেটের দিকে ঝুঁকছে, ফলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের দাবি
প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাস করতে হবে।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কার্যকরভাবে তামাক কর বৃদ্ধি করতে হবে।
কিশোর-তরুণদের তামাক থেকে দূরে রাখতে তামাকপণ্যে উচ্চহারে কর আরোপ জরুরি।
একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
বর্তমানে দেশে ১৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩৯.১% এবং ৭.৫% শিশুও ধূমপানে আক্রান্ত। শিক্ষার্থীরা মনে করেন, শক্তিশালী আইন ও উচ্চহারে কর বৃদ্ধিই তরুণদের তামাক থেকে দূরে রাখতে পারে এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে পারে।