১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ঝগড়া নেই, তবুও অজয় আমার সঙ্গে কথা বলেন না’

শেয়ার করুন

 

‘আর্টিকেল ফিফটিন’ খ্যাত পরিচালক অনুভব সিনহা ২০০৭ সালে পরিচালিত ‘ক্যাশ’ ছবিতে অজয় দেবগনকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখেছিলেন। এটি ছিল তাদের একসঙ্গে কাজ করা শেষ ছবি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘ ১৮ বছর ধরে অনুভবের সঙ্গে কথা বলেননি অজয়। একটি সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, গত ১৮ বছর ধরে তারা একে অপরের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি।

অনুভব সিনহা বলেন, “কোনও ঝগড়া হয়নি, তবুও অজয় আমার সঙ্গে কথা বলেন না। আমি তাকে দুই-তিনবার মেসেজ পাঠিয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি।”

পরিচালক আরও বলেন, “আমি নিজেকে বুঝিয়েছি যে হয়ত তিনি আমার মেসেজ দেখেননি, কিন্তু আমাদের ১৮ বছর ধরে কোনো কথা হয়নি।” তবে অনুভব অজয়কে তার প্রিয় মানুষদের মধ্যে একজন হিসেবে অভিহিত করেছেন।

অনুভব জানান, একজন অভিনেতা এবং একজন মানুষ হিসেবে তিনি সবসময় অজয়কে প্রশংসা করেন। তিনি বলেন, “যতবারই কোনো বন্ধু বিপদে পড়েছে, অজয় সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন।”

 

শেয়ার করুন