১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়ায় ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন

 

লিবিয়ায় গণকবরে ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার

উন্নত জীবনের আশায় মরুভূমি ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় বিপদে পড়া অভিবাসীদের মধ্যে লিবিয়ায় অন্তত ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্ব ও পশ্চিমাঞ্চলে পৃথক দুটি স্থানে এসব মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে লিবিয়ার নিরাপত্তা অধিদপ্তর ও রেড ক্রিসেন্ট।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, লিবিয়ার আলওয়াহাত জেলা নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে ৪৪১ কিলোমিটার দূরে জিখারা এলাকায় একটি খামারের গণকবরে ১৯টি মরদেহ পাওয়া গেছে। এটি অভিবাসন চোরাচালানের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, ত্রিপোলির কাছাকাছি জাউইয়া শহরের দিলা বন্দরে নৌকাডুবির পর আরও ১০ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপে পাড়ি জমাতে চাওয়া অভিবাসীদের জন্য প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। কিন্তু সাহারা মরুভূমি ও বিপজ্জনক জলপথ পাড়ি দিতে গিয়ে প্রতি বছর অসংখ্য অভিবাসী প্রাণ হারাচ্ছে।

জানুয়ারির শেষে আলওয়াহাত অপরাধ তদন্ত বিভাগ জানায়, তারা সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের ২৬৩ অভিবাসীকে মুক্ত করেছে, যারা চোরাচালান চক্রের হাতে অমানবিক পরিস্থিতিতে বন্দি ছিল।

 

শেয়ার করুন