
থাইল্যান্ড থেকে ঢাকাগামী থাই এয়ারওয়েজের ফ্লাইট চট্টগ্রামে জরুরি অবতরণ
থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকাগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট এক যাত্রীর হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বিমানটি অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অবতরণের পর রাত ১টা ৩১ মিনিটে গেট খোলা হয় এবং ১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক বিমানে প্রবেশ করেন। যাত্রীকে পরীক্ষা করে চিকিৎসক প্রাথমিকভাবে মৃত বলে উল্লেখ করলেও ইসিজি ছাড়া নিশ্চিত ঘোষণা দেওয়া সম্ভব নয় বলে জানান। তিনি রোগীকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
থাই এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার আলম জানান, রোগীকে অনবোর্ডেই ঢাকায় নিয়ে গিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর রাত ৩টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩৯ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের এরিয়া কন্ট্রোল ইউনিট চট্টগ্রাম টাওয়ারকে জানায় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক-ঢাকা ফ্লাইটের এক যাত্রী উড্ডয়নরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর বিমানের ক্যাপ্টেন সবচেয়ে কাছের বিমানবন্দর হিসেবে চট্টগ্রামে জরুরি অবতরণের অনুমতি চান। প্রথমবার রাত ১২টা ৪৫ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগের পর অনুমতি পেয়ে রাত ১টায় বিমানটি নিরাপদে চট্টগ্রামে অবতরণ করে।