১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য দুঃসংবাদ, গণহারে পাঠানো হচ্ছে ফেরত

শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে। দেশটির নিরাপত্তা বাহিনী ধারাবাহিক অভিযানে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার ও ফেরত পাঠানোর কার্যক্রম চালাচ্ছে।

মেয়াদোত্তীর্ণ সাধারণ ক্ষমার পর অভিযান তীব্রতর

সোমবার (৩ ফেব্রুয়ারি) খালিজ টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর দেশজুড়ে অভিযান জোরদার করা হয়। জানুয়ারি মাসজুড়ে পরিচালিত অভিযানে অন্তত ৬,০০০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন।

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)-এর মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খৈলি জানিয়েছেন, জানুয়ারিতে ২৭০টির বেশি অভিযান চালানো হয়েছে। অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ৯৩ শতাংশকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, “অভিযান অব্যাহত থাকবে। তাই জনসাধারণকে আইন লঙ্ঘনকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং তাদের সহযোগিতা করা থেকে বিরত থাকতে হবে।”

নতুন ভিসা বা সাধারণ ক্ষমার কোনো পরিকল্পনা নেই

ভিসা নবায়ন বা অবৈধ অভিবাসীদের জন্য নতুন কোনো সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়ে জানতে চাইলে আল খৈলি বলেন, “এ ধরনের উদ্যোগের প্রয়োজন নেই, কারণ ইতোমধ্যে ভিসা নবায়ন প্রক্রিয়া সহজতর করা হয়েছে।”

২০২৩ সালের সেপ্টেম্বর-ডিসেম্বর পর্যন্ত চার মাসের সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হয়েছিল। এ সময়ে অবৈধ অভিবাসীরা নিষেধাজ্ঞা ছাড়া দেশত্যাগ করতে কিংবা নতুন ইকামা নিয়ে বৈধ হওয়ার সুযোগ পান।

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স

আইসিপির পরিচয় ও পররাষ্ট্রবিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সালেশ আল সামছি জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে অবৈধ অভিবাসীদের পাশাপাশি যারা তাদের আশ্রয় দিয়েছে বা নিয়োগ করেছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনি শাস্তি ও জরিমানা

অবৈধ অভিবাসীদের সহায়তা করলে কমপক্ষে ১০,০০০ দিরহাম জরিমানা এবং কারাদণ্ড হতে পারে।

অফিসিয়াল স্পন্সর না হয়েও কাউকে নিয়োগ দিলে ৫০,০০০ দিরহাম জরিমানা গুনতে হবে।

স্পন্সর ছাড়া অন্যত্র কাজ করলে আটক করে কারাদণ্ড, নির্বাসন ও স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে।

সংযুক্ত আরব আমিরাতের সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ফলে দেশটিতে অবস্থানরত অভিবাসীদের যথাযথ কাগজপত্র নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

 

শেয়ার করুন