১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াহুড়ো করে ক্ষমতায় যেতে চাই না, কেউ যাক সেটিও চাই না

শেয়ার করুন

তাড়াহুড়ো করে ক্ষমতায় যেতে চাই না, এবং কেউ তাড়াহুড়ো করে ক্ষমতায় যাক সেটিও চাই না, মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘‘স্বাধীনতা পাওয়ার ৫৪ বছর হয়ে গেল। এই দীর্ঘ সময়ে একটি জাতি হিসেবে আমাদের যথেষ্ট সময় ছিল বিশ্বে মর্যাদার আসনে পৌঁছানোর। কেউ যদি বলেন যে স্বাধীনতার পর আমাদের কিছুই ভালো হয়নি, আমি তাতে একমত নই। অনেক কিছু ভালো হয়েছে। তবে দুর্নীতি ও দুঃশাসনের কারণে আমরা স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারিনি।’’ তিনি আরও বলেন, ‘‘সম্প্রতি আমরা যে দুঃশাসন দেখেছি, তা অত্যন্ত দুঃখজনক।’’

তিনি বলেন, ‘‘আমাদের অনেক সম্মানিত সহকর্মীকে একে একে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাতে স্থান দিন।’’ জামায়াতের আমির আরও বলেন, ‘‘এ দেশে অনেক নিরীহ মানুষের ওপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে মিথ্যা অভিযোগে দমন করা হয়েছে। অসংখ্য মা-বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে।’’

শফিকুর রহমান অভিযোগ করেন, ‘‘বিগত জুলাই মাস থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশকে তারা (আওয়ামী লীগ) নরকে পরিণত করেছিল। এক মাসের মধ্যে দেড় থেকে দুই হাজার মানুষকে খুন করেছে।’’ তিনি গণহত্যার বিচার দাবি করেন এবং বলেন, ‘‘এই হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত, যাতে শহীদদের আত্মা শান্তি পায় এবং ক্ষতিগ্রস্তরা কিছুটা শান্তি পায়।’’

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে জাতিকে অনেক ভালো ভালো প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু নির্বাচনের পর তা ভুলে গেছে। তারা শুধু প্রতিপক্ষকে দমন করতে ব্যস্ত ছিল।’’ জামায়াতের আমির আরও বলেন, ‘‘যারা ক্ষমতায় এসেছেন, তারা জনগণের জীবন, সম্পদ ও ইজ্জত রক্ষা করতে পারেননি। তারা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়ে জনগণকে প্রতারণা করেছেন।’’

শফিকুর রহমান বলেন, ‘‘দেশের মানুষের অধিকার ফিরে পেতে হলে, ন্যায়বিচারের ভিত্তিতে নির্বাচন হওয়া দরকার। জামায়াতে ইসলামী ৫ তারিখেই বলেছে, আমরা এই সরকারের কাছ থেকে সময় চাই, যাতে প্রয়োজনীয় সংস্কার সাধন করা হয়।’’

তিনি আরও বলেন, ‘‘নির্বাচনের আগে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু নির্বাচনের পর তারা তা বাস্তবায়ন করতে আগ্রহী ছিলেন না।’’ জামায়াতের আমির দাবি করেন, ‘‘দেশের মানুষ এখন তামাশার রাজনীতি দেখতে চায় না। তারা ভোটের অধিকার ফিরে পেতে চায়।’’

জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খান, বগুড়া অঞ্চলের সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতের বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম প্রমুখ।

 

শেয়ার করুন