
মালয়েশিয়ায় এক বাংলাদেশি নাগরিককে ২৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির ইয়ং পেং ম্যাজিস্ট্রেট আদালত। ২৫ বছর বয়সী অভিযুক্ত রফিক তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন, যার মধ্যে রয়েছে একজনকে মারধর করা এবং ২০টি চারা গাছ নষ্ট করার অভিযোগ। ম্যাজিস্ট্রেট আরুন নভাল দাসের আদালতে দোভাষীর মাধ্যমে রফিক তার দোষ স্বীকার করেন।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ও ভুক্তভোগীর মধ্যে বেতন পরিশোধ নিয়ে বিরোধ ছিল। বেতন না পাওয়ায় এই বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে রফিক ভুক্তভোগীকে পেছন থেকে আঘাত করেন এবং ক্ষুব্ধ হয়ে কর্মস্থলের চারা গাছগুলো নষ্ট করেন।
প্রথম অভিযোগে বলা হয়, ৭ ডিসেম্বর রাত ১০টার দিকে ইয়ং পেং-লাবিস সড়কে ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য রফিককে ফৌজদারি দণ্ডবিধির ৩২৩ ধারায় অভিযুক্ত করা হয়, যা ১ বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের শাস্তির আওতায় পড়ে। দ্বিতীয় অভিযোগে বলা হয়, একই সময় এবং স্থানে রফিক ভুক্তভোগীকে ভয় দেখিয়ে হুমকি দেন, যা ফৌজদারি দণ্ডবিধির ৫০৬ ধারায় অপরাধ হিসেবে গণ্য হয়। তৃতীয় অভিযোগে, ৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে রফিক তার কর্মস্থলে ২০টি চারা গাছ নষ্ট করেন, যার ফলে কোম্পানির ৬ হাজার রিঙ্গিত ক্ষতি হয়। এ অপরাধটি ফৌজদারি দণ্ডবিধির ৪২৭ ধারায় পড়েছে, যার শাস্তি ১ বছরের কারাদণ্ড।
তদন্ত শেষে, উপ-অভিযোজক ফারাহ ওয়াহিদাহ মোহাম্মদ শরীফ মামলাটি পরিচালনা করেন, তবে অভিযুক্ত কোনো আইনজীবী পাননি। বিচারক রফিককে ৪২৭ ধারায় ১ বছর, ৩২৩ ধারায় ৮ মাস এবং ৫০৬ ধারায় ৬ মাসের কারাদণ্ড দেন। আদালত নির্দেশ দেন যে, সমস্ত সাজা একসঙ্গে কার্যকর হবে এবং তার সাজার দিন ৮ ডিসেম্বর থেকে গণনা করা হবে।