১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের নিরাপত্তা দেবে স্মার্ট জুতা

শেয়ার করুন

বিশ্বজুড়ে নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ভারতে নারীদের ওপর যৌন হেনস্তার ঘটনা চরম আকারে পৌঁছেছে। ঘরে বা বাইরে, নারীরা প্রতিদিন বখাটেদের আক্রমণের শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে, নারীদের সুরক্ষায় একটি অভিনব জুতা উদ্ভাবন করেছেন ঋত্বিক সাহা, শান্তিপুরের এম এন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী। এই স্মার্ট জুতা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসএমএস এবং লোকেশন ট্র্যাকিং সুবিধা প্রদান করে, যার মাধ্যমে দ্রুত পুলিশ কিংবা স্বজনদের সাহায্য পাওয়া যাবে।

ঋত্বিক সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্যে এই প্রযুক্তি তৈরি করেছেন, এবং মাত্র ১০ দিনে ৩ হাজার টাকা খরচ করে স্মার্ট জুতা বানিয়েছেন। তবে, এই উদ্ভাবনে তাকে সাহায্য করেছে তার বন্ধুরাও।

এই স্মার্ট জুতায় রয়েছে ইলেকট্রিক শক ফিচার, যা কোনো নারী রাস্তার মধ্যে আক্রমণের শিকার হলে তার আত্মরক্ষা করতে সহায়তা করবে। এছাড়াও, জুতায় থাকা সেন্সর এবং জিপিএসের মাধ্যমে আক্রান্তের পরিবারে একটি মেসেজ পাঠানো হবে এবং তাদের লাইভ লোকেশনও জানানো যাবে।

ঋত্বিকের এই অভিনব আবিষ্কার এখন শান্তিপুরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিদ্যালয়ের শিক্ষকরা মুগ্ধ এবং তার পরিবারও গর্বিত। ঋত্বিকের ইচ্ছা, বড় হয়ে তিনি আরও নতুন নতুন উদ্ভাবন করতে চান।

 

শেয়ার করুন