১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের ৪ নারী সেনাকে মুক্তি দিল ফিলিস্তিনিরা

শেয়ার করুন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে। গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

২৫ জানুয়ারি, শনিবার আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস গাজার ফিলিস্তিন স্কয়ারে চার নারী ইসরায়েলি সেনাকে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। এর বিনিময়ে ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে পারে।

মুক্তি পাওয়া নারী সেনারা হলেন: কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নায়ামা লেভি এবং লিরি আলব্যাগ। তাদের মধ্যে প্রথম তিনজনের বয়স ২০, আর শেষজনের বয়স ১৯।

হামাস আশা করছে, তাদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এসব বন্দির মধ্যে ১২০ জন আজীবন সাজাপ্রাপ্ত এবং ৮০ জন দীর্ঘকালীন সাজাপ্রাপ্ত রয়েছেন।

চুক্তি অনুসারে, ইসরায়েল প্রতিটি নারী সেনার জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। তবে, ইসরায়েল এখনও নিশ্চিত করেনি কোন বন্দিকে মুক্তি দেওয়া হবে।

 

শেয়ার করুন