
বক্স অফিসে একের পর এক হিট ছবিতে অভিনয় করে চলেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি, তিনি একাধিক বায়োপিকে অভিনয় করেছেন, যার মধ্যে অন্যতম “সম্রাট পৃথ্বীরাজ” ছবিতে তিনি পৃথ্বীরাজ চৌহানের বীরত্বগাঁথা তুলে ধরেছেন। এছাড়া “মিশন রানিগঞ্জ”-এ যশবন্ত সিং গিল এবং “সরফিরা”-তে জগন্নাথ মাহাত্রের চরিত্রে অভিনয় করেছেন। যদিও এই ছবিগুলি বক্স অফিসে তেমন সাফল্য লাভ করেনি, তবে দর্শকদের থেকে ভালবাসা পেয়েছেন।
এবার ভারতের ইতিহাস নিয়ে কিছু মন্তব্য করেছেন অক্ষয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এমন চরিত্র নির্বাচন করি যাদের ইতিহাস বইয়ে তেমন উল্লেখ নেই।” তিনি আরও বলেন, “ভারতের ইতিহাসে অনেক বিষয় রয়েছে যা বইগুলোতে নেই। আমি ইচ্ছে করেই এমন চরিত্রগুলি বেছে নিই, যারা দেশের অজানা, উপেক্ষিত নায়ক। অনেকেই তাদের সম্পর্কে কিছু জানেন না, কারণ কেউ তাদের বিষয়ে গভীরভাবে খোঁজখবর নেয় না।”
অক্ষয়ের মতে, “এ ধরনের চরিত্র আমাকে আকর্ষণ করে। ইতিহাসের বইগুলোতে আমরা আকবর কিংবা ঔরঙ্গজেব সম্পর্কে পড়ি, কিন্তু আমাদের দেশের আসল নায়কদের সম্পর্কে জানি না। তাদেরও আলোচনায় আনা দরকার। সেনাবাহিনীর অনেক অজানা গল্প রয়েছে, অনেককে পরমবীর চক্রে সম্মানিত করা হয়েছে। আমার বিশ্বাস, ইতিহাসের পাঠ্যপুস্তকগুলো সংশোধন হওয়া দরকার, যাতে বর্তমান প্রজন্ম এই নায়কদের সম্পর্কে জানতে পারে।”