১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হলেন সেনাপ্রধান

শেয়ার করুন

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রাম সেনানিবাসের দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি), শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এক আয়োজনে তিনি এই মর্যাদা লাভ করেন। অনুষ্ঠানে সেনাপ্রধানকে যথাযথ সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল র‍্যাংক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয়।

এতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা প্রদান করেন সেনাবাহিনী প্রধান। এরপর তিনি ইবিআরসির কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং স্মৃতি কাননে বৃক্ষরোপণ করেন।

অপরদিকে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, এবং আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন