১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে পর্বতের চূড়ায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬৬

শেয়ার করুন

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পার্বত্য এলাকায় অবস্থিত কার্তালকায়া স্কি রিসোর্টের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত অতিথিরা হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেন, যার ফলে অনেকে গুরুতর আহত হন।

ঘটনার বিবরণ:
বোলু পর্বতের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্টাল হোটেলের ১২ তলায় স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় হোটেলে মোট ২৩৮ জন অতিথি ছিলেন।

উদ্ধার কার্যক্রম:
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, দমকল ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে অবস্থান করছে। আতঙ্কিত অতিথিরা জানালা দিয়ে বিছানার চাদর বেঁধে পালানোর চেষ্টা করেন।

একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, তিনি ও তার পরিবার আগুনের তাপে জেগে ওঠেন, কিন্তু কোনো অ্যালার্ম শোনেননি। ধোঁয়ায় ঢেকে যাওয়া করিডোর পেরিয়ে তারা জানালা দিয়ে লাফ দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণ:
আগুন নেভানোর পরও সকাল পর্যন্ত ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হোটেলটি ঢালের ওপর নির্মিত হওয়ায় আগুন নেভানোর কাজ সামনের এবং পাশের দিক থেকে চালানো হয়।

তদন্ত শুরু:
অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৪৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর কথা জানিয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে তুরস্কের সরকার।

শেয়ার করুন