১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি

শেয়ার করুন

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অজ্ঞাত নম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকির কথা জানানো হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্যকে প্লেন থেকে সরিয়ে টার্মিনালে নিরাপদে নিয়ে আসা হয়েছে।

বিমানটিতে কোনো বোমা রয়েছে কি না তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিটসহ যৌথ বাহিনী প্লেনটিতে তল্লাশি চালাবে। বর্তমানে নিরাপত্তাকর্মীরা প্লেনটি ঘিরে রেখেছেন। বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

 

শেয়ার করুন