১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সবজির বাজারে ‘পৌষ মাস’

শেয়ার করুন

শীতকালীন সবজির ভরা মৌসুমে বাজারে দাম কম, ক্রেতারা সন্তুষ্ট

শীতকালীন সবজির মৌসুমের কারণে গত কয়েক সপ্তাহ ধরে সব ধরনের সবজির দাম তুলনামূলকভাবে কম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ক্রেতারা অন্তত কম দামে সবজি কিনতে পেরে কিছুটা স্বস্তি পাচ্ছেন। বাংলা ক্যালেন্ডারের মাঘ মাস পার হলেও বাজারে সবজির দাম এখনো অনেকটা ‘পৌষ মাসের’ মতোই।

তবে কিছু সবজির মৌসুম না হওয়ায় সেগুলোর দাম তুলনামূলক বেশি। বরবটি ও করলা এখন বাজারের সবচেয়ে দামি সবজি, যা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আজকের বাজার দর
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আজকের বাজারে সবজির দাম নিম্নরূপ:

বেগুন: লম্বা বেগুন প্রতি কেজি ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা

ঝিঙা: প্রতি কেজি ৬০ টাকা

পেঁয়াজ ফুল: প্রতি মুঠো ১০ টাকা

শসা: প্রতি কেজি ৪০ টাকা

শালগম ও মূলা: প্রতি কেজি ২০ টাকা

টমেটো: পাকা টমেটো ৫০ টাকা, কাঁচা টমেটো ২০ টাকা

শিম: বিচিওয়ালা শিম ৬০ টাকা, সাধারণ শিম ৩০ টাকা

মটরশুঁটি: প্রতি কেজি ১০০ টাকা

ফুলকপি ও বাঁধাকপি: প্রতি পিস ২০ টাকা

আলু: প্রতি কেজি ৩০ টাকা

পেঁপে: প্রতি কেজি ৪০ টাকা

কাঁচা মরিচ: প্রতি কেজি ৬০ টাকা

মিষ্টি কুমড়া ও গাজর: প্রতি কেজি ২০ ও ৫০ টাকা

ক্ষিরা: প্রতি কেজি ৪০ টাকা

ক্রেতা ও বিক্রেতার মতামত
মহাখালী বাজারের ক্রেতা খোরশেদ আলম জানান, সবজির দাম অন্যান্য সময়ের তুলনায় এখন অনেক কম। তিনি বলেন, “বর্তমানে বেশিরভাগ সবজির দাম সহনীয় পর্যায়ে থাকায় আমরা স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছি। তবে দুই-একটি সবজির দাম বেশি, যা মৌসুমের কারণে স্বাভাবিক।”

মগবাজারের সবজি বিক্রেতা আব্দুল জব্বার জানান, শীতকালীন সবজির ভরপুর সরবরাহের কারণে দাম কম। তিনি বলেন, “আগের তুলনায় এখন বিক্রিও বেড়েছে। আগে যেখানে একজন বিক্রেতা দিনে এক মণ সবজি বিক্রি করতেন, এখন দুই মণ বিক্রি হচ্ছে। তবে শীত কমতে শুরু করলে সরবরাহ কমে যাবে এবং দাম বাড়বে।”

মালিবাগ বাজারের বিক্রেতা রিয়াজুল ইসলাম বলেন, “বর্তমানে বেশিরভাগ সবজির দাম কম। তবে করলা, বরবটি, ঢেঁড়স এবং পটলের দাম তুলনামূলক বেশি, কারণ এগুলোর মৌসুম এখন নয়।”

শীতকালীন মৌসুমে বাজারে সবজির দাম কম থাকায় ক্রেতারা সন্তুষ্ট। তবে মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরবরাহ কমে গেলে দাম বাড়তে পারে বলে বিক্রেতারা জানিয়েছেন। সাধারণ ক্রেতারা আশা করছেন, বাজারে সবজির দাম বছরের অন্যান্য সময়েও এভাবে সহনীয় থাকবে।

 

শেয়ার করুন