
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ২টি ফেরি
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন) কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় দুটি ফেরি, আর পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন পড়েছে দুর্ভোগে।
ঘটনার বিবরণ
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ভোর ৫টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার তীব্রতা বাড়লে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অদৃশ্য হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে এ সময় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি কর্মকর্তার বক্তব্য
দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, “দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।”
বর্তমান পরিস্থিতি
ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়ছে। মাঝ নদীতে আটকে পড়া ফেরিগুলোর চালক ও যাত্রীরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।
প্রতিবছর শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এমন পরিস্থিতি দেখা যায়। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কমলেই ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।