১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে ছাত্রদলের পরিচিতি সভায় হট্টগোল, ভাঙচুর

শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের পরিচিতিমূলক সভা উপলক্ষে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে হট্টগোল এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর ফলে সভাটি স্থগিত ঘোষণা করেছেন জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই ঘটনা ঘটে। নতুন আহ্বায়ক কমিটি বিকেল ৪টায় পরিচিতিমূলক সভার আয়োজন করে। সভা শুরু হলে কিছুক্ষণের মধ্যেই পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন এবং সভা বয়কটের ঘোষণা দেন। তারা কমিটিতে ছাত্রলীগ ও শিবিরের সদস্য থাকার বিষয়টি তুলে ধরে স্লোগান দিয়ে সভা ছাড়েন।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে উত্তেজনা চরমে পৌঁছায় এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যদিও এর কারণ জানা যায়নি। সেমিনার কক্ষের জানালা ও দরজা ভাঙচুরও হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশেদুল আলম ঘটনাস্থলে গিয়ে লাইটগুলো চালু করেন এবং সভা স্থগিত ঘোষণা করলে উভয়পক্ষ চলে যায়।

পদবঞ্চিত গ্রুপের অভিযোগ, বর্তমান কমিটির নেতারা বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছেন এবং এক কর্মী আহত হয়েছেন। তবে বর্তমান কমিটির নেতারা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তৃতীয় পক্ষের ইন্ধনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আব্দুল কাদের মারজুক বলেন, “আমরা গত এক যুগ ধরে আন্দোলন করেছি, অথচ এখন আমাদের বঞ্চিত করে পকেট কমিটি গঠন করা হয়েছে।” তিনি অভিযোগ করেন যে, কিছু সদস্যের নাম নতুন কমিটিতে আসলেও তারা কোনো প্রোগ্রামে অংশ নেননি।

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছিল একটি আনুষ্ঠানিক পরিচিতি পর্ব আয়োজনের, তবে কিছু নাম-পরিচয় অজানা ব্যক্তির উপস্থিতির কারণে এটি ব্যাহত হয়েছে।” তিনি আরও জানান, পদবঞ্চিতরা তাদের অভিযোগ জানিয়েছেন, তবে তৃতীয় পক্ষের ইন্ধনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশেদুল আলম বলেন, “এই ধরনের ঘটনা কাম্য নয়। সবাইকে রাজনৈতিক কর্মকাণ্ডে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানাই এবং যেকোনো রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে তা মোকাবেলা করা হবে।”

 

শেয়ার করুন