১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ বাংলাদেশি

শেয়ার করুন

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ৫৭ জন বাংলাদেশি। তারা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই ফেরত যাত্রাটি বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের মধ্যে কিউআর৬৪০ ফ্লাইটে ৫৭ জনকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে ৯টা ১৫ মিনিটে দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এ পর্যন্ত ১৮টি ফ্লাইটে মোট ১,১৯৯ জন বাংলাদেশি নাগরিককে লেবানন থেকে দেশে ফেরত আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশ ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের সরকার নিজ খরচে ফেরত আনার ব্যবস্থা করেছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই প্রবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

 

শেয়ার করুন