১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ভিসা ছাড়াই ২০২৫ সালে যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

শেয়ার করুন

২০২৫ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বা আগমনের পর ভিসা (অন-অ্যারাইভাল) সুবিধায় মোট ৪০টি দেশে ভ্রমণ করতে পারবেন। হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, এই দেশগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা যায়: সম্পূর্ণ ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ভিসা, এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ)।

সম্পূর্ণ ভিসামুক্ত দেশসমূহ (২১টি):

১. বাহামাস ২. বার্বাডোস ৩. ভুটান ৪. ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ৫. কুক দ্বীপপুঞ্জ ৬. ডমিনিকা ৭. ফিজি ৮. গ্রেনাডা ৯. হাইতি ১০. জ্যামাইকা ১১. কিরিবাতি ১২. মাইক্রোনেশিয়া ১৩. মন্টসেরাট ১৪. নাউরু ১৫. নেউ ১৬. সেন্ট কিটস ও নেভিস ১৭. সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস ১৮. ত্রিনিদাদ ও টোবাগো ১৯. ভানুয়াতু ২০. গাম্বিয়া ২১. রুয়ান্ডা

অন-অ্যারাইভাল ভিসা সুবিধাযুক্ত দেশসমূহ (১৬টি):

১. কম্বোডিয়া ২. মালদ্বীপ ৩. নেপাল ৪. পূর্ব তিমুর ৫. বুরুন্ডি ৬. কেপ ভার্দে ৭. কমোরোস দ্বীপপুঞ্জ ৮. জিবুতি ৯. গিনি-বিসাউ ১০. মাদাগাস্কার ১১. মৌরিতানিয়া ১২. মোজাম্বিক ১৩. সেশেলস ১৪. সিয়েরা লিওন ১৫. সোমালিয়া ১৬. টোগো

ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) প্রয়োজনীয় দেশসমূহ (৩টি):

১. শ্রীলঙ্কা ২. কেনিয়া ৩. সেশেলস

উল্লেখ্য, ভ্রমণের আগে প্রতিটি দেশের বর্তমান ভিসা নীতি এবং প্রবেশের শর্তাবলী সম্পর্কে নিশ্চিত হওয়া গুরুত্বপূর্ণ, কারণ নীতিমালা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে।

 

শেয়ার করুন