১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাস বিকৃতি করে মাস্টারদা সূর্যসেনকে মুছে ফেলা যাবে না : বাসদ

শেয়ার করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯১তম ফাঁসি দিবসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ আয়োজন করেছে।

রোববার (১২ জানুয়ারি) চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা জেএম সেন হল প্রাঙ্গণে সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য আকরাম হোসেন ও আহমদ জসীম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য সুপ্রীতি বড়ুয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন এবং উম্মে হাবিবা শ্রাবণীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের যুব বিদ্রোহ এ দেশের জনগণের সংগ্রামের এক অনন্য অধ্যায়। এই বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার স্বপ্ন ও সাহস জাগিয়েছিল। সাম্রাজ্যবাদী শোষণ এবং ঔপনিবেশিক শৃঙ্খল ভাঙতে সূর্য সেন এবং তার সহযোদ্ধাদের সংগ্রাম আজও প্রাসঙ্গিক। গণতান্ত্রিক, শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য তাদের স্বপ্ন আজও অসমাপ্ত।

তারা আরও বলেন, বর্তমান আওয়ামী শাসন একটি ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের কারসাজি, আইনশৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা—এসব সংকট দিন দিন তীব্রতর হচ্ছে। একইসঙ্গে সংবিধান, জাতীয় সংগীত এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপপ্রয়াস চলছে। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি এবং মুজিববাদী সংবিধান বদলের দাবি এসব ষড়যন্ত্রের অংশ।

বক্তারা দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের সামনে তুলে ধরতে হবে। পতিত স্বৈরাচার, যুদ্ধাপরাধী এবং গণবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক, শোষণমুক্ত এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামকে বেগবান করতে হবে।

 

শেয়ার করুন