১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেশব্যাপী অভিযানে ২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

শেয়ার করুন

পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এতে প্রায় ২,০৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং বায়ুদূষণের দায়ে বিভিন্ন যানবাহন ও ব্যাটারি কারখানার বিরুদ্ধে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ একাধিক কারখানা সিলগালা করা হয়েছে।

অভিযানের বিস্তারিত
রবিবার (১২ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

পরিবেশ সংরক্ষণে বরিশাল, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ এবং ঢাকার উত্তরা ও শেরেবাংলা নগর এলাকায় পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে। এর মধ্যে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত বন্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ৮টি মামলার মাধ্যমে ১৮,৫০০ টাকা জরিমানা আদায় এবং আনুমানিক ২,০৪২ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া একটি পলিথিন উৎপাদন কারখানা সিলগালা করা হয়েছে।

ঢাকার উত্তরা, শেরেবাংলা নগর এবং গাজীপুর এলাকায় খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখা এবং স্টিল ও রি-রোলিং মিলের বায়ুদূষণের জন্য ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ১১টি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

মিরপুর-১ এলাকায় যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের জন্য ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৩টি যানবাহনের চালককে ৫,৫০০ টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ প্রতিরোধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১টি যানবাহনের চালককে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ঢাকার একটি কারখানায় অবৈধভাবে সীসা ও ব্যাটারি গলানোর অপরাধে ১টি মোবাইল কোর্ট অভিযান চালায়। অভিযানে দুটি ট্রাক সীসা এবং ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়।

পরিকল্পনা অব্যাহত
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

শেয়ার করুন