১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন: চরমোনাই পীর

শেয়ার করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯১তম ফাঁসি দিবসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশের আয়োজন করে।

রোববার (১২ জানুয়ারি) চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা জেএম সেন হল প্রাঙ্গণে সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য আকরাম হোসেন ও আহমদ জসীম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য সুপ্রীতি বড়ুয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন এবং উম্মে হাবিবা শ্রাবণীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তৃতার মূল বিষয়বস্তু:
বক্তারা বলেন, ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের যুব বিদ্রোহ উপমহাদেশের স্বাধীনতার আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে। এই বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণের সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছিল। সূর্য সেন ও তার সহযোদ্ধারা ঔপনিবেশিক শোষণের শৃঙ্খল ভেঙে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন।

তারা আরও বলেন, বর্তমান সময়ে দেশের জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের দৌরাত্ম্য, শেয়ারবাজারের কারসাজি, আইনশৃঙ্খলার অবনতি এবং নারী নির্যাতনের মতো সমস্যায় জর্জরিত। একইসঙ্গে সংবিধান, জাতীয় সংগীত এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করার অপপ্রয়াস চলছে। এর মাধ্যমে স্বাধীনতাবিরোধী শক্তিগুলোকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে বলে তারা অভিযোগ করেন।

জনগণের প্রতি আহ্বান:
বক্তারা জনগণের প্রতি আহ্বান জানান, ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে। তারা গণতান্ত্রিক, শোষণমুক্ত এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা মাস্টারদা সূর্য সেনের স্বপ্ন বাস্তবায়নে সমাজতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন