১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!

শেয়ার করুন

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকালে চট্টগ্রাম ওয়াসার মোড়ের একটি অফিসে এ ঘটনা ঘটে।

রাসেল আহমেদ অভিযোগ করেছেন যে, চট্টগ্রামে ‘ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং’-এর সদস্যরা এই হামলা চালিয়েছে। ঘটনার বিস্তারিত জানাতে শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে।

জানা গেছে, ওয়াসা মোড়ে ওই অফিসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও রাসেল আহমেদ অবস্থান করছিলেন। এ সময় ‘ডট গ্যাং’-এর সদস্যরা অফিসটি অবরোধ করে এবং এক পর্যায়ে হামলা চালায়।

এর আগে, জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ এবং লিফলেট বিতরণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকাল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন আব্দুল হান্নান মাসুদ ও রাসেল আহমেদ।

আব্দুল হান্নান মাসুদ বলেন, “জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। আশা করি, সরকার সময়ের মধ্যেই এই ঘোষণাপত্র প্রকাশ করবে। এটি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে দেশি-বিদেশি অনেক শক্তি এই ঘোষণাপত্র বাস্তবায়ন চায় না।”

রাসেল আহমেদ বলেন, “জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশে অনেক বাধা ও ষড়যন্ত্র হচ্ছে। আমরা এসব ষড়যন্ত্র মোকাবিলা করব এবং আমাদের লক্ষ্যে অবিচল থাকব ইনশাআল্লাহ।”

 

শেয়ার করুন