১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, প্রতি আসনে লড়বেন ২৩ শিক্ষার্থী

শেয়ার করুন

কুয়েটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, প্রতি আসনে প্রতিযোগী ২৩ জন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তিনটি অনুষদের ১৬টি বিভাগে মোট ১,০৬৫টি আসনের জন্য পরীক্ষা দেবেন ২৪,৫২৭ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী থাকবেন ২৩ জন।

পরীক্ষা কুয়েট ক্যাম্পাসসহ খুলনার ১১টি ভেন্যুর ৪৪৭টি কক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। পরীক্ষা নির্বিঘ্ন করতে যানজট নিরসনসহ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া নিষিদ্ধ। পরীক্ষার হলে প্রবেশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে।

ভর্তি পরীক্ষার কাঠামো ও সময়সূচি

ক গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজি বিষয়ে।

খ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউর পাশাপাশি মুক্তহস্ত অঙ্কনে ১০০ নম্বর যোগ হবে।

প্রশ্ন বিভাজন: গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে ১৫টি করে এবং ইংরেজিতে ১০টি প্রশ্ন। খ গ্রুপের মুক্তহস্ত অঙ্কনে ৪টি প্রশ্ন থাকবে।

পরীক্ষা ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে নেওয়া হবে।

পরীক্ষার আসন বিন্যাস ১০ জানুয়ারি প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা ঘোষণা করা হবে ২৬ জানুয়ারি।

পরীক্ষার কেন্দ্রসমূহ
কুয়েট ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়, গল্লামারীর রেভা পলস হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, হাজি মুহাম্মদ মহসীন কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, সরকারি এমএম সিটি কলেজ, এবং সরকারি সুন্দরবন আদর্শ কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিভাগভিত্তিক আসন সংখ্যা

সিভিল ইঞ্জিনিয়ারিং (১২০)

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (১২০)

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (১২০)

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (১২০)

ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (৬০)

ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (৬০)

লেদার ইঞ্জিনিয়ারিং (৬০)

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (৬০)

আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং (৬০)

বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (৬০)

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (৩০)

আর্কিটেকচার (৪০)

ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৬০)

এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৩০)

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (৩০)

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (৩০)

সংরক্ষিত আসন
ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য জেলার শিক্ষার্থীদের জন্য ৫টি সংরক্ষিত আসনসহ মোট আসন সংখ্যা ১,০৬৫।

এবার কুয়েট নিজের ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছে। সেশনজট নিরসনের লক্ষ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।

 

শেয়ার করুন